৩১ দফা বাস্তবায়নে কাজ করে যেতে হবে: ডা. জাহিদ

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৭: ৫৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আমাদের কাজ করে যেতে হবে।

তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে একসাথে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করতে হবে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেই থাকবে, তাই জনগণকে সাথে নিয়ে সেসব মোকাবিলা করতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচনমুখী ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে” আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই সভার আয়োজন করে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত