আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিজিবির অভিযানে পলিথিনে মোড়ানো বিদেশি পিস্তল উদ্ধার

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

বিজিবির অভিযানে পলিথিনে মোড়ানো বিদেশি পিস্তল উদ্ধার

লালমনিরহাটে সীমান্তবর্তী মোগলহাট বিওপির কাছের মুনিয়ারচর ফলিমারি এলাকায় অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে বিজিবি। বুধবার রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই পিস্তল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে লালমনিরহাট সদর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ আরো জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে যাতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। এ ছাড়া নির্বাচন উপলক্ষে লালমনিরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার তিনটি সংসদীয় আসনের পাঁচটি উপজেলায় মোট ১৯ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনকালীন সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সব ধরনের সীমান্তসংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন