আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল

নারীরাই পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ এবং সমাজ গঠনের মূল চালিকা শক্তি। নারীরা যদি সচেতন, শিক্ষিত ও শক্তিশালী হয়, তবে সমাজ ও দেশ দুটোই এগিয়ে যাবে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নেতা ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের জামায়াতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।

বিজ্ঞাপন

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত একটি মহিলা উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এস. এম. আলমগীর হোসেন, প্রভাষক আমিনুল ইসলাম, জিকরুল ইসলাম জাহেরি, কাজী ছামছুল হুদা, মো. আবু হানিফসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং নারীর অধিকার নিশ্চিত করার বিষয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি নারী নেতৃত্বকে আরো শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করেন।

তিনি আসন্ন গণভোট ও রাজনৈতিক সচেতনতার বিষয়েও উপস্থিত নারীদের অবহিত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...