কুড়িগ্রামে মন্দির পরিদর্শন করলেন উপদেষ্টা

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২: ৪৫

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামে মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

রোববার রাতে কুড়িগ্রাম কেন্দ্রীয় কালীমন্দির পরিদর্শনে এসে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আসন্ন দুর্গাপূজা নিয়ে তিনি এই মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

এ সময় জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মো. মাহফুজার রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কুড়িগ্রামের আহ্বায়ক সুভাষ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলার সদস্য সচিব স্বপন কুমার, এবং কুড়িগ্রাম পৌরসভা, সদর উপজেলা, রাজারহাট উপজেলা ও নাগেশ্বরী উপজেলার পূজা উদযাপন ফ্রন্ট শাখাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপদেষ্টা সকলকে আনন্দময় পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান এবং বর্তমান সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত