রংপুরে পুলিশের বিরুদ্ধে ঘুষ নিয়ে মাদক কারবারিকে ছেড়ে দেয়ার অভিযোগ

রংপুর অফিস
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১৬: ৫৩

রংপুরের কাউনিয়ায় মাদকসহ এক ব্যবসায়ীকে আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে হারাগাছ থানা পুলিশের এক এএসআই ও এক কনস্টেবলের বিরুদ্ধে। রোববার রাতে উপজেলার হারাগাছ পৌর শহরের পশ্চিম পোদ্দারপাড়া বাঁধের পাড় এলাকায় আটকের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে ওই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় ২৬ মে সোমবার এএসআইসহ দু'জন পুলিশ সদস্যকে থানা থেকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ওই পুলিশ সদস্যরা হলেন, এএসআই (নিরস্ত্র) রনি মিয়া পিপিএম, বিপি নম্বর ৯৭১৬১৮৯৮৫১ এবং কনস্টেবল তরিকুল ইসলাম, বিপি নম্বর ৮২০৬১০৭৮১৮। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

থানা পুলিশ জানায়, ২৫ মে রোববার সন্ধ্যায় থানার ওসি ও ডিউটি অফিসারকে অবগত না করে হারাগাছ থানার এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলাম মিলে মোটরসাইকেলে করে ব্যারাক থেকে বের হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা দু'জন হারাগাছ পৌর শহরের পশ্চিম পোদ্দারপাড়া বাঁধের পাড় এলাকায় আবুল কালাম নামে এক মাদক কারবারীকে ৯ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে বিষয়টি থানার অফিসার ইনচার্জকে অবগত না করে সাড়ে ১৩ হাজার টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয় এএসআই রনি ও কনস্টেবল তরিকুল। বিষয়টি ওসি জানতে পেরে রাতেই রংপুর মেট্রোপলিটন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন ডিসি ক্রাইম রাতেই হারাগাছ থানায় এসে ঘটনার সত্যতা পাওয়ার পর এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেন।

এ ব্যাপারে এএসআই রনি মিয়া জানান, মাদক কারবারিকে ছেড়ে দেয়া হয়নি। পুলিশ দেখে পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে ওসি স্যারকে অবগত করা হয়নি। থানায় ফিরে গিয়ে বিষয়টি ওসি স্যারকে অবগত করবেন। কিন্তু তার আগেই ওসি স্যার জানতে পেরেছেন।

এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি উপ-পুলিশ কমিশনার মো: হাবিবুর রহমান আমার দেশকে জানান, সাত কিংবা নয় বোতল ফেনসিডিল ও সাড়ে ১৩ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় সোমবার সকালে হারাগাছ থানার এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তাদের দু'জনকে সাসপেন্ড করা সহ বিভাগীয় ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত