আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাউনিয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আখতার হোসেনের মতবিনিময়

উপজেলা প্রতিনিধি, কাউনিয়া (রংপুর)

কাউনিয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আখতার হোসেনের মতবিনিময়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গে কাউনিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টায় কাউনিয়া বাসস্ট্যান্ড মোড়সংলগ্ন জিন্না চম্পা ফাউন্ডেশন হলরুমে ঘণ্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক আবু রেজা এবং কাউনিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম।

এছাড়াও প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি সাইদুল ইসলামসহ সাংবাদিক সাইফুল ইসলাম, সারোয়ার আলম মুকুল, আকরাম হোসেন অরেঞ্জ, আতিক হাসানসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আখতার হোসেন বলেন, নাগরিক সেবা ব্যবস্থাকে সুপারিশ ও দালালমুক্ত করে জনগণকে সরাসরি সংশ্লিষ্ট দপ্তর থেকে সেবা নিশ্চিত করা হবে। সরকারি হাসপাতালে রোগীসেবায় ‘টেক কেয়ার’ পদ্ধতি চালু, মসজিদ ও মন্দিরে বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত এবং প্রতিটি ইউনিয়ন ও বড় বাজার এলাকায় তথ্য বোর্ড স্থাপনের পরিকল্পনার কথাও তিনি জানান।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং নারী-পুরুষের জন্য ঘরে বসে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এনসিপি বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণ করবে।

এ সময় আখতার হোসেন বলেন, কাউনিয়া-পীরগাছার জনগণ যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে তিনি এ এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন