আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উপজেলার শীর্ষে

ফলাফল বিপর্যয়ের মাঝেও আশা জাগিয়েছে উদয়ন মহিলা কলেজ

উপজেলা প্রতিনিধি, (সাঘাটা) গাইবান্ধা

ফলাফল বিপর্যয়ের মাঝেও আশা জাগিয়েছে উদয়ন মহিলা কলেজ

এবার এইচএসসিতে সাড়া দেশের ন্যায় গাইবান্ধা জেলাতেও ফলাফল বিপর্যয়ের মাঝে আশা জাগিয়েছে সাঘাটা উপজেলার উদয়ন মহিলা কলেজ। বিগত দিনের ন্যায় এবারও ফলাফলের ধারাবাহিকতা রক্ষা করেছে প্রতিষ্ঠানটি।

উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার মাত্র ১২ জন জিপিএ-৫ পেয়েছে। তার মধ্যে উদয়ন মহিলা কলেজ থেকেই ৮ জন। এ প্রতিষ্ঠান থেকে এবার ১৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৭ জন পাস করেছে। পাশের হার ৯২ দশমিক ৯০ শতাংশ।

বিজ্ঞাপন

জানা গেছে, বিগত ২০২৩ ও ২০২৪ সালেও পাসের হার ছিলো ৯০ দশমিক ৯২ শতাংশ। বিগত তিন বছরই ফলাফলের দিক থেকে সাঘাটা উপজেলার শীর্ষে রয়েছে।

এ ব্যাপারে কথা হলে উদয়ন মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, ভাল ফলাফল অর্জনে কলেজের শিক্ষকগণ কৃতিত্বের অধিকারী। কারন তারা শ্রেণীকক্ষে মানসম্পন্ন পাঠদানে মনোযোগী।

এবার সাঘাটায় ৮ টি কলেজ থেকে ১ হাজার ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩৭ জন পাশ করেছে।

তার মধ্যে উপজেলায় বোনারপাড়া সরকারি কলেজ থেকে ৩২২ জনের মধ্যে ২১৪ জন, সাঘাটা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজে ১৩২ জনের মধ্যে ৬৮ জন, সাঘাটা ডিগ্রী কলেজে ১৭৮ জনের মধ্যে মাত্র ৬০ জন, বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৬০ জনের মধ্যে ৭৯ জন, জুমারবাড়ি ডিগ্রী কলেজে ১৬৬ জনের মধ্যে ৪৯ জন, কামালের পাড়া কলেজে ৭০ জনের মধ্যে মাত্র ১০ জন, সেলমানেরপাড়া ফাজিল মাদ্রাসায় ৩০ জনের মধ্যে ২৬ জন, বোনারপাড়া এমইউ সিনিয়র মাদ্রাসায় ২২ জনের মধ্যে ২১ জন, হাটখোলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে ৭৬ জনের মধ্যে ৫৯ জন, সাঘাটা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ থেকে ১৬৩ জনের মধ্যে ১৩২ জন, সাঘাটা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ১২৬ জনের মধ্যে ৭৪ জন পাস করেছে। জুমারবাড়ি মহিলা কলেজ থেকে একজন শিক্ষার্থী পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেনি।

বোনারপাড়া সরকারি কলেজের উপাধাক্ষ এএসএম শরিফুল ইসলাম বলেন, পূর্বের চেয়ে এবারের পরীক্ষা ভালো পরিবেশে সম্পন্ন হয়েছে। মফস্বলের পরীক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ কম করার কারণে পাশের হার কিছুটা কম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন