আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওসির অপসারণ দাবিতে থানার সামনে গণঅবস্থান কর্মসূচি

উপজেলা প্রতিনিধি, বোচাগঞ্জ (দিনাজপুর)

ওসির অপসারণ দাবিতে থানার সামনে গণঅবস্থান কর্মসূচি

দিনাজপুরে বোচাগঞ্জ থানার সামনে ওসির অপসারণ দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২১ জুন) সকাল ১০টায় ‘সর্বস্তরের জনগণ’এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

সেতাবগঞ্জ কামিল মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় ক্রিকেট খেলোয়াড় শাহরিয়ার শিশিরের (২৪) ওপর সমন্বয়ক ফয়সাল মোস্তাক ও তার সহযোগীদের মারধরে ঘটনায় মামলা গ্রহণে গড়িমসি এবং মূল অভিযুক্তকে বাদ দেওয়ার অভিযোগে এ কর্মসূচি পালন করা হয়।

শিশিরের বাবা বলেন, আমার ছেলেকে পিটিয়ে অচেতন করা হয়েছে। অথচ ওসি এখনও অপরাধীদের গ্রেপ্তার করেননি। বরং মামলার প্রধান অভিযুক্তের নাম বাদ দিয়েছেন। বক্তারা ওসি হাসান জাহিদের দ্রুত অপসারণ এবং হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি নওশাদ আলী, বোচাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রেদওয়ানু কারীম রাবিদ প্রমুখ।

অভিযুক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলার মুখপাত্র ফয়সাল মোস্তাক এ বিষয়ে বলেন, এলাকায় নোংরা রাজনীতি শুরু হয়েছে। উপজেলায় যা কিছু ঘটছে তার দায়ভার আমার ওপর চাপানো হচ্ছে। মনে হচ্ছে এই এলাকায় জন্ম নেওয়াটাই আমার অপরাধ। যারা আমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন, আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

ওসি হাসান জাহিদ সরকার এ বিষয়ে জানান, শিশিরের বাবা থানায় মামলা দায়ের করার পর অভিযুক্তদের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা আদালতে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আদালতের জামিনপ্রাপ্ত আসামিদের আমি তো গ্রেফতার করতে পারি না।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, মানববন্ধন করলেই তো ওসি বদলি করা যায় না। ওসির বিরুদ্ধে কেউ লিখিত বা মৌখিকভাবে আমাকে কিছু জানায়নি। আমরা দেখব, তিনি তার দায়িত্বে পেশাদার ছিলেন কি না, কোনো দুর্বলতা ছিল কি না বা তার অন্য কোনো উদ্দেশ্য ছিলো কি না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন