বিএনপির সাইনবোর্ড লাগিয়ে ব্যবসায়ীর মার্কেট দখল

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৫৬

নীলফামারীর সৈয়দপুরে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে ব্যবসায়ীর মার্কেট দখল, ভাঙচুর, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী ব্যবসায়ী নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর আমিনুল ইসলাম এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সৈয়দপুর বিসিক শিল্পনগরীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে আমার একটি সুপার মার্কেট রয়েছে। সেখানে আমার আরিফ ট্রেডার্স নামের বিসিআইসি সার ডিলারের ব্যবসার বিক্রয়কেন্দ্র ও গোডাউন আছে। বাকি দোকানগুলো ভাড়া দেয়া আছে।

বিজ্ঞাপন

গত ২৬ সেপ্টেম্বর বাঙ্গালীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল খান রেজা দলীয় লোকজন নিয়ে দোকানের দেয়াল ভেঙে দখল করে নেয়। এই রেজা বাঙালিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জয়নাল আবেদীনের ছোট ভাই। যার সরাসরি নেতৃত্বে আমার মার্কেট দখল করা হয়েছে। এ সময় দোকানের পেছনের খোলা জায়গাও টিন দিয়ে ঘিরে অবৈধভাবে নিজের দখলে নিয়ে নেয়।

এ বিষয়ে পুলিশকে অবগত করলে তারা এসে সারের গোডাউন ঘর ও দোকানের তালা খুলে দেন। এ সময় দখলকারীরা সটকে পড়েন। তবে পুলিশ যাওয়ার পর পুনরায় সেটি তার দখল করে নেন। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল খান রেজা দখলকৃত জায়গা ছেড়ে দেয়ার জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম তার লিখিত বক্তব্যে আরো বলেন, গত ২৯ সেপ্টেম্বর সৈয়দপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন ও ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল খান রেজা আমার মার্কেটের মূল গেটে বিএনপির ইউনিয়ন অফিসের সাইনবোর্ড লাগিয়ে দখল পাকাপোক্ত করেন।

এ বিষয়ে আমি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকারকে অবগত করলেও কোনো সমাধান পায়নি।

দখলকারীদের বিচার দাবি করে তিনি বলেন, বর্তমান সরকারের সময় ব্যবসায়ীর দোকান দখল, ভাঙচুর, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির ঘটনা দুঃখজনক। এরকম বেআইনি ও জবরদখলের ঘটনার কারণে বিএনপির বদনাম হচ্ছে। এ সব অপরাধমূলক কর্মকাণ্ডের বন্ধে তিনি স্থানীয় বিএনপিসহ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তা না হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল খান রেজাকে মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তা বন্ধ থাকায় তার মন্তব্য জানা যায়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত