লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার প্রত্যন্ত ও দুর্গম সীমান্তে বড়খাতা ইউনিয়নের পূর্বসারডুবি এলাকায় একটি নবনির্মিত বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে বিওপি উদ্বোধন করেন বিজিবি পিএসসি জি উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের ।
এর আগে বিওপিতে পৌঁছে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের গার্ড অব অনার গ্রহণ করেন। পরে জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষ রোপন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে তিনি নবনির্মিত বিওপি ‘পূর্বসারডুবি’ উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, অধিনায়ক লে. কর্নেল মুনীম সহ বিভিন্ন পদমর্যাদার বিজিবি কর্মকর্তা, সৈনিক, সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, তিস্তা ব্যাটালিয়নের ৬১ বিজিবির বড়খাতা ও ও সিংগীমারি বিওপি’র মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায়, দুই বিওপির পক্ষে চোরাচালান দমনে টহল পরিচালনা করা খুবই কষ্টসাধ্য ছিল। এমতাবস্থায় দায়িত্বপূর্ণ এলাকার ভারসাম্য রক্ষার্থে বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত রক্ষায় ‘পূর্বসারডুবি’ বিওপি নির্মাণ করা হয়। তারা আরো জানান বিওপি উদ্বোধনের পরবর্তীতে আভিযানিক কার্যক্রমের মাধ্যমে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক পাচার রোধ, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আরো বেগবান হবে ও সীমান্তে আস্থার পরিবেশ সমুন্নত থাকবে।
রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন বিজিবি সদস্যরা দিবা-রাত্রি সকল প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষায় মহান দায়িত্ব পালন করে আসছে। দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব ও কর্তব্য সুচারুরূপে পালন করার জন্য বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের মাধ্যমে সকলের সহযোগিতা একান্ত কাম্য। তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন যে, অতীতের মত ভবিষ্যতেও স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজ এই সহযোগিতার হাত আমাদের দিকে প্রসারিত রাখবেন।
আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নব-স্থাপনকৃত ‘পূর্বসারডুবি বিওপি’ এর মাধ্যমে সীমান্ত সুরক্ষাসহ সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সক্ষম হবে বলে তিনি মত পোষণ করেন ও মহান আল্লাহর নিকট বিওপিটি'র কল্যাণ কামনা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

