আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রগকাটার অভিযোগ প্রথম আলো-ডেইলি স্টারের অপপ্রচার: শিবির সেক্রেটারি

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
রগকাটার অভিযোগ প্রথম আলো-ডেইলি স্টারের অপপ্রচার: শিবির সেক্রেটারি

ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেও কোনো চাকরি পায়নি অথচ এই বাংলাদেশে অন্তত ১২ লক্ষ বিদেশি নাগরিক চাকরি করে খাচ্ছে যার অধিকাংশই ভারত আর চীনের। পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল প্রজেক্টে শতশত ইঞ্জিনিয়ার বাইরে থেকে আনা হয়েছে অথচ আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের কাজ করার সুযোগ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

সোমবার দুপুরে কুড়িগ্রাম শহরের পৌর টাউনহল সুপার মার্কেট কনফারেন্স রুমে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবির আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিগত সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, আওয়ামী ফ্যাসিবাদের আমলে ২৪০ বিলিয়ন ডলার এদেশ থেকে পাচার করা হয়েছে। মেট্রোরেল তৈরি করতে গিয়ে যে পরিমাণ বাজেট করা হয়েছে এশিয়ার মধ্যে এমন বাজেট কোনো দেশে হয়নি। ভারতে এমন একটি মেট্রোরেল তৈরি কর‍তে যে পরিমাণ খরচ হয়েছে বাংলাদেশে তার চেয়ে পাঁচ গুন বেশি খরচ হয়েছে। এরপরেও বেয়ারিং খুলে খুলে মানুষের মৃত্যু হয়।

উপস্থিত শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে রগকাটার অভিযোগ প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার পরিকল্পিত অপপ্রচার। ২০১৩ সালে প্রথম আলো ষড়যন্ত্র করে রিপোর্ট করেছিল। তারা বলেছিল শিবিরের কিছু লোক এমন করেছে। কিন্তু তাদের নাম কী ? পুলিশ তাদের গ্রেপ্তার করেনি কেন? তাদেরতো আওয়ামী লীগের আমলে গ্রেপ্তার করার কথা ছিল। করে নাই কেন? এতো স্বজনপ্রীতি কি আওয়ামী লীগের সাথে আমাদের ছিল? সে সময় তো ছাত্রশিবিরের ৩১ শতাংশ লোক গুমের শিকার হয়েছিল।’

তিনি আরও বলেন, তারা (রগকাটার) কোনও প্রমাণ পায়নি। এগুলো মিথ্যা প্রোপাগান্ডা, প্রথম আলো ও ডেইলি স্টার, যারা দিল্লির দালাল পত্রিকা তারা এমনটা ছড়িয়েছে। তারা একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে ইসলামের সাথে যাতে আমাদের সম্পর্ক না থাকে, আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য এই চক্রান্ত করা শুরু করে। আশা করি সেই চক্রান্তের ফাঁদে আপনারা পা দিবেন না ইনশাআল্লাহ।’

শিবির সেক্রেটারি উপস্থিত শিক্ষার্থীদেরকে আল কোরআনের দিকে আহ্বান জানান। তিনি বলেন, কেন মানুষকে পৃথিবীতে আনা হয়েছে আবার কেনই বা পৃথিবী থেকে নিয়ে যাওয়া হবে তা জানতে হবে। ইসলামী ছাত্রশিবির তোমাদেরকে সেই শাশ্বত বাণীর দিকে আহ্বান জানায়।

আমরা আমাদের দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য, একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার জন্য সৎ-দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য কাজ করে যাচ্ছি। তোমাদেরকে সেই আঙ্গিনায় আমরা আহ্বান জানাই।

অনুষ্ঠানে জেলা জামায়াতের সহ-সেক্রেটারি শাহজালাল সবুজ, ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন, সেক্রেটারি মোবাশ্বের রাশেদ্বীন, পলিটেকনিক শাখা সভাপতি মোস্তাক তাহমিদ মুঈনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন