ছাত্র সংসদের দাবি

আমরণ অনশনে বেরোবির দুই শিক্ষার্থী অসুস্থ

প্রতিনিধি, বেরোবি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৩: ১৫
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৩: ৫৪

ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশনে এসে অসুস্থ হয়ে পড়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষার্থী। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন সমাজ বিজ্ঞান বিভাগে ১৬তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জুলাই বিপ্লব আন্দোলনে বেবোরির অন্যতম স্লোগান মাস্টার ছিলেন, একইসাথে বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। অন্যদিকে ডিজাস্টার ম্যানেজমেন্টের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মাহীদ অসুস্থ হয়ে পড়েন।

বিজ্ঞাপন

‎বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ডেপুটি চিপ মেডিকেল অফিসার ডা. এ এম এম শাহরিয়ার বলেন, জয় এর ব্লাড প্রেসার কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন।

এরআগে গতকাল রোববার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর গেটে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন।

অনশনে বসা শিক্ষার্থীরা হলেন, জাহিদ হাসান জয়, শিবলী সাদিক, কায়সার, মাহীদ, আশিকুর রহমান, আরমান হোসেন, নয়ন মিয়া, আতিকুর রহমান রাজ।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এবং রেজিস্টার ড. হারুন অর রশিদও সকাল থেকে কোনো কিছু না খাওয়াতে ব্লাড প্রেসার বেড়ে অসুস্থ হয়ে পড়েন।

আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, ১৭ বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ে একবারও ছাত্র সংসদ নির্বাচন হয়নি। গণতান্ত্রিক অধিকার থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে। ছাত্র সংসদ আমাদের সাংবিধানিক অধিকার। আমরা রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অনশন ও আন্দোলন চালিয়ে যাব।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাওন বলেন, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা ও শিক্ষার্থীদের অধিকার রক্ষার অন্যতম প্ল্যাটফর্ম হলো ছাত্র সংসদ। দীর্ঘদিনেও এ নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জোর দাবি জানাচ্ছি। অনশনরত শিক্ষার্থীদের দাবি ন্যায়সঙ্গত। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ শিক্ষার্থী আব্দুল কাদের বলেন, আজ আমার সহযোদ্ধা শিক্ষার্থী ভাইয়েরা অনশনে বসতে বাধ্য হয়েছে। এতো দিন থেকে আমরা আলোচনা করেছি ভিসি মহোদয়ের সাথে কিন্তু আমরা আশানুরূপ কোনো ফলাফল পাই নাই। ছাত্রসংসদ নিয়ে কোনো টালবাহানা মেনে নিবে না বেরোবির শিক্ষার্থীরা। আমরা ভিসি স্যার কে বলতে চাই সেপ্টেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত