রংপুর অফিস
প্রেমিকার সঙ্গে ফেসবুক লাইভে কথা বলতে বলতে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন রংপুরের সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ফাহিম হাবিব (১৭)।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে কলেজের ২০২ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি মো. শাহজাহান আলী জানান, শিক্ষার্থীদের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সেটি ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় ফাহিমের মরদেহ উদ্ধার করা হয়।
ফাহিমের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ইচুয়া মল্লিকপুর গ্রামে। তিনি রংপুর সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ফাহিমের সঙ্গে বগুড়ার শিবগঞ্জের ভরিয়া গ্রামের জেসমিন আক্তার (১৩) নামে এক শিক্ষার্থীর মোবাইল ফোনে সম্পর্ক ছিল। রোববার (১৭ আগস্ট) তাদের দেখা করার কথা ছিল, কিন্তু দেখা না হওয়ায় তাদের মধ্যে ঝগড়া হয়। সোমবার সকালে ফাহিম কলেজ হোস্টেলে ফিরে আসেন। এরপর তারা মোবাইল ফোনে কথা বলতে থাকেন, কিন্তু ঝগড়ার একপর্যায়ে ফাহিম লাইভ চলাকালীন গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ সময় তার রুমমেট কক্ষে ছিলেন না।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধারের পর ফাহিমের বাবা-মাকে খবর দেওয়া হয়। তারা থানায় এসে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে লিখিতভাবে জানালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রেমিকার সঙ্গে ফেসবুক লাইভে কথা বলতে বলতে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন রংপুরের সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ফাহিম হাবিব (১৭)।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে কলেজের ২০২ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি মো. শাহজাহান আলী জানান, শিক্ষার্থীদের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সেটি ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় ফাহিমের মরদেহ উদ্ধার করা হয়।
ফাহিমের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ইচুয়া মল্লিকপুর গ্রামে। তিনি রংপুর সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ফাহিমের সঙ্গে বগুড়ার শিবগঞ্জের ভরিয়া গ্রামের জেসমিন আক্তার (১৩) নামে এক শিক্ষার্থীর মোবাইল ফোনে সম্পর্ক ছিল। রোববার (১৭ আগস্ট) তাদের দেখা করার কথা ছিল, কিন্তু দেখা না হওয়ায় তাদের মধ্যে ঝগড়া হয়। সোমবার সকালে ফাহিম কলেজ হোস্টেলে ফিরে আসেন। এরপর তারা মোবাইল ফোনে কথা বলতে থাকেন, কিন্তু ঝগড়ার একপর্যায়ে ফাহিম লাইভ চলাকালীন গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ সময় তার রুমমেট কক্ষে ছিলেন না।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধারের পর ফাহিমের বাবা-মাকে খবর দেওয়া হয়। তারা থানায় এসে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে লিখিতভাবে জানালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
২০ মিনিট আগেগ্রেপ্তারকৃত আসামিরা হলো, কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন গোপালনগর এলাকার মৃত মো. মোস্তফার ছেলে ইউসুফ ও রংপুরের বদরগঞ্জ থানাধীন মানসিংহপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. তোফান রানা।
৩৫ মিনিট আগেবুধবার দুপুরে নগরীর আগ্রাবাদ মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল নিয়ে বন্দর ভবনের উদ্দেশ্যে রওনা হয় বিক্ষোভকারীরা। মিছিলটি বারিক বিল্ডিং মোড়ে পৌঁছলে পুলিশ মিছিলে বাধা দেয়।
১ ঘণ্টা আগেআজ, বুধবার, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায় ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ ক্যাম্পেইন’ উপলক্ষ্যে চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য রোডশো, সেমিনার এবং স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১ ঘণ্টা আগে