দিনাজপুরের বিরলে নারী ও শিশুসহ ২০ জনকে পুশইন

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ২১: ৪৭

দিনাজপুরের বিরল সীমান্তে নারী ও শিশুসহ ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইন লোকদের আটক করেছে বিজিবি। এদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ১২ জন শিশু রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার মধ্যরাতে প্রথমে দিনাজপুর বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধীন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া বিওপির সীমান্তের ৩৩৮/৫ নম্বর পিলার এলাকায় ৭ জনকে ও ভোর রাতে বিরল উপজেলার এনায়েতপুর বিওপি সীমান্তের ৩২২/৬ নম্বর পিলার এলাকা দিয়ে ১৩ জনসহ মোট ২০জনকে পুশ ইন করে বিএসএফ। পরে বিজিবি তাদের আটক করে।

প্রথম দফায় আটক সাতজনকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় দ্বিতীয় দফায় আটক ১৩ জনকে দিনাজপুরের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রথম দফায় পুশ ইন করা ব্যক্তিরা মোহাম্মদ আলী (৫৫), মোছা. নুর নাহার (৫৫), মো. নুর নবী (১৪), মো. শরিফুল ইসলাম (৩০), মোছা. মোসুমি (৩০), শাহিদা বেগম (৭) ও মো. মনিরুল (৫)। আর দ্বিতীয় পুশইন করা ব্যক্তিরা মো. খাইরুল ইসলাম (৪০), মোছা. হাসিনা বেগম (৪০), মোছা. খোদেজা (১২), মো. হাসান (১০), মো. হাবিব (০৮), মো. হাবিল (০৭), মো. মাসুম (০৪), মো. আব্দুল্লাহ (০৩), মো. হাকিম (৪ মাস) মো. শাহানুর ইসলাম (২৪), মোছা. কহিনুর, মো. শাকিল (০৭) ও মো. রোহান ইসলাম (০৪)।

বিজিবি আটকদের বরাত দিয়ে জানিয়েছে, পুশইন করা ব্যক্তিরা কাজের সন্ধানে ১০-১৫ বছর আগে ভারতের হরিয়ানা ও দিল্লি গিয়েছিল। গত ৮-১০ দিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। আটকের পর গত ৯ জুন ২০২৫ রাতে তাদের বাংলাদেশে পুশইন করে।

মঙ্গলবার বিকেলে দিনাজপুর বিজিবি ৪২ ব্যাটালিয়ন সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমএস

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত