বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন নুরুল ইসলাম

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০২: ২৩
মো. নুরুল ইসলাম

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন দৈনিক যুগান্তরের ডিজিটাল বিজনেসের মো. নুরুল ইসলাম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. আমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- মো. জাফরুল ইসলাম (শিক্ষক সদস্য), মো. মোখলেছুর রহমান (অভিভাবক সদস্য) ও সদস্য সচিব মোছা. শাহীনুর বেগম (প্রধান শিক্ষক বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়)।

নবগঠিত এডহক কমিটির সভাপতি নুরুল ইসলাম বলেন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ও সরকারি-বেসরকারি চাকরিজীবী হিসেবে নিয়োজিত আছেন। বিদ্যালয়টির পরীক্ষার ফলাফল এবং শিক্ষার মানে জেলার বেশ সন্তোষজনক অবস্থানে আছে। ভাবিষ্যতে এর ধারাবাহিকতা ধরে রেখে মান আরও উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি বলেন, আমি অত্র স্কুলের প্রাক্তন ছাত্র। স্কুলের সঙ্গে আমার কৈশোর জড়িত। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এ প্রাঙ্গণে কাটিয়েছি। বর্তমানে স্কুলের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে গর্ববোধ করছি।

নবগঠিত সভাপতি বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। এক্ষেত্রে নতুন কমিটির পাশাপাশি স্কুলের শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়দের সহযোগিতা প্রত্যাশা করছি।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত