আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লোভ দেখিয়ে ভোট নেওয়ার দিন শেষ: এটিএম আজহারুল ইসলাম

রংপুর অফিস

লোভ দেখিয়ে ভোট নেওয়ার দিন শেষ: এটিএম আজহারুল ইসলাম

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জোর করে লোভ দেখিয়ে ভোট নেওয়ার দিন শেষ। এখন মানুষ কারো চোখ রাঙ্গানিকে কেউ ভয় পায় না সবাই এখন সচেতন। কোন দলের লোক কেমন। কোন দলের নেতারা কে কি করেছে। কারা প্রতিশ্রুতি দিয়ে ওয়াদা রক্ষা করে না। কারা মানুষের হক নষ্ট করে নিজেদের আখের গুছিয়েছে। এবিষয়গুলো এখন সকলেরই জানা। তাই মানুষকে লোভ দেখিয়ে ভয় দেখিয়ে ভোট নেওয়ার দিন শেষ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ময়নাকুড়ি হাই স্কুল মাঠে রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

এটিএম আজহারুল ইসলাম বলেন, রাজনৈতিক নেতারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে নিজেদের আখের গুছিয়ে তারা বিদেশে বেগম পাড়া বানিয়ে দেশের অর্থ পাচার করে আলিশান জীবন যাপন করছেন। আর জামায়াতে ইসলামীর নেতারা কখনো অন্যায় দুর্নীতির সাথে জড়িত ছিল না আগামীতে কখনো দুর্নীতি করবেও না। দুর্নীতিবাজ চাঁদাবাজ অর্থ পাচারকারী আলেম-ওলামা এবং বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের হত্যাকারী ও ইসলাম বিরোধীদের ২৪শের জুলাই আন্দোলনে ছাত্র-জনতা যেভাবে বয়কট করেছে আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলই জোটের প্রার্থীদের ভোট দিয়ে চাঁদাবাজ ফ্যাসিস্ট ও তাদের দোসর এবং সন্ত্রাসী ও জুলুমবাজদের চীর জীবনের জন্য বয়কট করতে হবে।

তিনি উপস্থিত জনগণের প্রতি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দেশ ও দশের কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি গণভোটের গুরুত্ব তুলে ধরে সবাইকে একই দিনে হ্যা ভোট প্রদানে অংশ নেওয়ার আহ্বান জানান।

গোপালপুর ইউনিয়নের ময়না কুড়ি ওয়ার্ডের সভাপতি মহিবুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শাহ মো: রুস্তম আলী এবং সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম।

এছাড়াও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিত ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন