এনবিআরের ধর্মঘট প্রত্যাহার: বাংলাবান্ধা স্থলবন্দর স্বাভাবিক

উপজেলা প্রতিনিধি, (তেঁতুলিয়া) পঞ্চগড়
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ২১: ৩৭
বাংলাবান্ধা স্থলবন্দর

বাংলাদেশ রাজস্ব বোর্ড কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের ধর্মঘট প্রত্যাহারের পর পরই বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রমে গতি ফিরেছে।

স্থলবন্দর সূত্রে জানা যায়, সোমবার রাজস্ব কর্মকর্তাগণ বাংলাবান্ধা স্থলবন্দরে অফিসের কার্যক্রম শুরু পর অবরোধে পূর্বে আসা ভুটানের পাথরবাহী ১০৫টি আটকে থাকা ট্রাকের মালামাল খালাস করা হয়েছে। এছাড়া নতুনভাবে ৯২টি পাথর বোঝাই ট্রাক ও ১টি ‘কুজ’ বন্দরে প্রবেশ করেছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাবান্ধা দিয়ে পাথর রপ্তানির কোন সিদ্ধান্ত না দেয়ায় তাদের কোনো মালামাল বাংলাবান্ধা স্থলবন্দরে ঢোকেনি। ভুটানের ট্রাক চালক ও বাংলাবান্ধা পোর্টের পাথর ব্যবসায়ীরা জানান, ভারতের অভ্যন্তরে ফুলবাড়ি স্থলবন্দর ইয়ার্ডে পাথর ব্যবসায়ী ও ট্রাক চালকরা ভুটানের গাড়িগুলো বাধা সৃষ্টি করছে ফলে ভুটানের অনেক পাথর বোঝাই ট্রাক সেখানে আটকে আছে।

বিজ্ঞাপন

সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, বাংলাবান্ধা স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। তবে ভারতীয় ট্রাক চালক ও ব্যবসায়ীরা ভুটানের পাথরবাহী ট্রাক টুকতে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা উজ্জল বলেন, সোমবার অফিসের

কার্যক্রম চালুর পর বাংলাবান্ধা স্থলবন্দরে ভুটানের পাথর বোঝাই ৯২টি ট্রাক এবং ১ ট্রাক ‘কুজ’সহ মোট ৯৩টি গাড়ী প্রবেশ করেছে। তবে ভারতের কোনো মালবাহী ট্রাক বন্দরে ঢোকেনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত