অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, দেবীগঞ্জ (পঞ্চগড়)
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৮: ৫১

পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষকের কাছে সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালীগঞ্জ বাজারে অবস্থিত ‘মোজাম্মেল ট্রেডার্স’ নামে একটি সার ও কীটনাশকের দোকানে আবুল কালাম নামে একজন কৃষক সার কিনতে গেলে তার কাছে এক বস্তা টিএসপি ও এক বস্তা ড্যাপ সার সরকার নির্ধারিত মূল্যের থেকে প্রায় ৮০০ টাকা বেশি নেয়া হয়। অভিযানের সময় অতিরিক্ত দামে সার বিক্রি করার প্রমাণ পাওয়া যায়।

এসময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 'মোজাম্মেল ট্রেডার্স' এর মালিক মাসুমকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বাজারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত দামে সার বা কীটনাশক বিক্রি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

অভিযানে সেনাবাহিনী, পুলিশের ও স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত