কিশোরগঞ্জে মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৪: ৩৮
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৫: ০২

নীলফামারীর কিশোরগঞ্জের গাড়াগ্রাম জুম্মারপাড় এলাকার ব্রিজের কাছ থেকে বুধবার দিবাগত রাত ১টার দিকে যৌথ বাহিনী এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, ২ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

এস আই গোপাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল রাতে গাড়াগ্রাম জুম্মারপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় হাবিবুর রহমান (৩৮) নামে একজনকে তল্লাশি করে ২ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান গংগাচড়া উপজেলার খলেয়া মোল্লাপাড়া গ্রামের আ. লতিফের পুত্র।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক হাবিবুর রহমানকে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত