গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশনে পদ্মরাগ কমিউটার ট্রেনের ইঞ্জিন অকেজো হওয়ায় প্রায় তিন শতাধিক যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
দুপুর একটার পর লালমনিরহাট থেকে ছেড়ে আসা ট্রেনটি সন্ধ্যা ছয়টার দিকে বোনারপাড়া রেলস্টেশনে আসলে ইঞ্জিন অকেজো হয়ে বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘন্টা চেষ্টা করেও রাত পৌনে আটটায় এ খবর লেখা পর্যন্ত ইঞ্জিন সচল করা সম্ভব হয়নি।
এতে লালমনিরহাট, তিস্তা, পীরগাছা, কাউনিয়া, বামনডাঙ্গা, নলডাঙ্গা, গাইবান্ধা সহ বিভিন্ন স্টেশন থেকে ওঠা যাত্রীরা বোনারপাড়ায় এসে চরম ভোগান্তিতে পড়েছেন।
লালমনিরহাট থেকে ওঠা বগুড়া গামী যাত্রী শরিফুল ইসলাম ও কাউনিয়া থেকে ওঠা যাত্রী রবিউল ইসলাম জানান, ট্রেনের ইঞ্জিন ওকেজো হাওয়ায় প্রায় ২ ঘন্টা ধরে বসে আছি। এই ইঞ্জিন কখন মেরামত হবে, কখন যে আমরা গন্তব্যে পৌঁছাতে পারব, এ নিয়ে চিন্তায় আছি। এসব পুরাতন ট্রেন এবং ইঞ্জিন আর কতদিন চালানো হবে-প্রশ্ন রেখে আরেক যাত্রী মশিউর রহমান বলেন, এভাবে পুরাতন ট্রেন চালানো আর কতদিন। মাঝেমধ্যেই এসব ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ভোগান্তির অন্ত থাকে না যাত্রীদের।
বোনারপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার প্রদীপ চন্দ্র জানান, ওই ট্রেনের ইঞ্জিনটি চেষ্টা করেও সচল না হওয়ায় সান্তাহার থেকে একটি ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে। ইঞ্জিন আসলেই ট্রেনটি ছেড়ে দেওয়া যাবে।

