ইউএনও’র সাথে থাকা আ.লীগ নেতাকে খুঁজে পায় না পুলিশ!

উপজেলা প্রতিনিধি, (সাঘাটা) গাইবান্ধা
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ০১
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ১১

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে কোথাও খুঁজে পায় না পুলিশ। অথচ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে প্রকাশ্যে সরকারি কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন একটি প্রোগ্রামে। ভাঙন কবলিত এলাকাবাসীর মাঝে চাল ও শিশু খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামাহ তমাল, উপজেলা প্রকল্প কর্মকর্তার মেহেদী হাসানসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন

দীর্ঘদিন গাঢাকা দেয়া নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের হলদিয়া ইউনিয়ন সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের উপস্থিতিতে ত্রাণ বিতরণ করায় জনমনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর এ নিয়ে কোনো পদক্ষেপ নেই। এলাকার মানুষ বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তুলেছেন।

হলদিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান টুকু বলেন, চেয়ারম্যান রফিকুল ইসলাম নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সভা, সমন্বয় সভাসহ কোথাও উপস্থিত থাকেননি। পলাতক ছিলেন তিনি। আজ কীভাবে ইউএনওর সাথে এসে ত্রাণ বিতরণ করেন তিনি। পুলিশ বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

হলদিয়া এলাকার বাসিন্দা শাহজাহান আলী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এই নেতারা অনেককে কষ্ট দিয়েছে, অথচ এখন তাদের ধরতে পারে না পুলিশ। এই চেয়ারম্যান পলাতক থাকে সবসময়, আবার সময়মতো ইউএনওর প্রোগ্রামে হাজির থাকেন ঠিকই।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশাহ আলম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পদ পদবিতে যারা আছে তারা যেকোনো সময় ধরা পড়বে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের বক্তব্য নিতে তার ব্যবহৃত ফোন নম্বরে দিলে বন্ধ পাওয়া যায়। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ তমাল বলেন, ওখানে সরকারিভাবে চাল বিতরণের কাজ মনিটরিং করতে গিয়েছি। সেখানে তিনি উপস্থিত হয়েছেন। তিনি আরো বলেন, যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসিক সভা ও আইনশৃঙ্খলা সভায় আসেন না কিংবা পরিষদের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপস্থিত হন না, তাদের লিখিত তালিকা ঊর্ধ্বতনদের কাছে প্রেরণ করেছি।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত