দলীয় নীতি, আর্দশ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান রানাকে আবারও দলের প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি । এর আগেও তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছিল, যা সম্প্রতি প্রত্যাহার করা হয়।
২১ জানুয়ারি বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নীলফামারী-৪ আসন (কিশোরগঞ্জ-সৈয়দপুর) থেকে রিয়াদ আরাফান সরকার রানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
তিনি এ আসন থেকে বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আবদুল গফুর সরকার। দলীয় মনোনয়ন না পেয়ে রিয়াদ আরাফান সরকার রানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কা নিয়ে নির্বাচনি মাঠে আছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

