দিনাজপুরের বিরল উপজেলায় জুলাই বিপ্লবের তিন শহিদের কবর জিয়ারত ও তাদের পরিবারের খোঁজখবর নিয়ে সংসদ নির্বাচনি কাজ শুরু করেছেন দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বৃহস্পতিবার সকালে তিনি বিরল উপজেলার বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনে শহিদ তিন জুলাই যোদ্ধার কবর জিয়ারত করেন। এ সময় শহিদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে শহিদ পরিবারগুলোর মধ্যে উপহারসামগ্রী বিতরণ এবং মিষ্টি মুখ করানো হয়।
পরে বেলা সাড়ে ১১টায় বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের দৌলা গ্রামে নিজ পিতা মরহুম এ এফ এম রিয়াজুল হক চৌধুরীর কবর জিয়ারতের মাধ্যমে বোচাগঞ্জ উপজেলায় নির্বাচনি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।
কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, শহিদদের আত্মত্যাগ ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনা ধারণ করেই তিনি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মাঠে নেমেছেন।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

