রংপুরের কাউনিয়ায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২’–এর আওতায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মশিউর রহমান (৫৮) নিজপাড়া গ্রামের মো. শামছুল হক ও মোছা. মেহেরুন নেছার ছেলে। তিনি কাউনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ–সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া মৌজার সানাইমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাউনিয়া থানা ওসি নজমুল হক জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

