উত্তরাঞ্চল আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় সফর করবেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও জুলাই আন্দোলনের শহিদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে দেখা করবেন।
দীর্ঘদিন পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফরকে ঘিরে নতুনভাবে উজ্জীবিত হয়ে উঠেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকমীরা। জেলাগুলোতে চলছে তাকে বরণ করে নেয়ার ব্যাপক প্রস্তুতি।
লালমনিরহাট জেলা বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগমন ঘিরে লালমনিরহাট জেলার সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
জেলা বিএনপির নেতারা জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করতেই লালমনিরহাটসহ উত্তরাঞ্চল সফরে আসছেন তারেক রহমান। এ দিকে প্রতীক্ষিত সংসদ নিবাচনকে ঘিরে বিএনপির তৃণমূলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বহুদিন পর উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। দায়িত্বপ্রাপ্ত নেতাসহ বিএনপির মনোনিত প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন।
তারা ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন সভা-সমাবেশগুলোতে। সব মিলিয়ে তারেক রহমানের উত্তরাঞ্চল সফরকে সামনে রেখে মাঠ পযায়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকমীদের মধ্যে এক ধনের চাঙ্গাভাব পরিলক্ষিত হচ্ছে।
এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মজনু বলেন, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লালমনিরহাট সফরকে ঘিরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকমীরা আনন্দিত-উল্লাসিত। এখন আমরা প্রিয় নেতাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, এই সফর মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ। সফরে তারেক রহমান লালমনিরহাটে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলেও অংশ নেবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

