পীরগঞ্জে তিন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১৫: ২৪

সীমান্তে আটক বাংলাদেশি তিন নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার সকালে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার বৈরঢূনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়। দুপুরে বিজিবি তাদের পীরগঞ্জ থানায় সোপর্দ করেছে।

বিজ্ঞাপন

আটকরা হলেন, দিনাজপুর জেলার বিরল উপজেলার চাপাই গ্রামের সজীব চন্দ্রের ছেলে স্বদেশ চন্দ্র(২৫) একই গ্রামের মৃত কান্দুরার ছেলে দিলীপ চন্দ্র রায় (৩৫) এবং খট শিবপুর গ্রামের বাবুল চন্দ্রের ছেলে দুর্জয় চন্দ্র চন্দ্র(২০)।

বিজিবির বৈরঢূনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু বক্কর সিদ্দিক জানান, আটকরা বেশ কিছুদিন ধরে ভারতে অবস্থান করছিল। সোমবার ভোরে তারা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতের বামর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে এ নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে বৈরঢূনা সীমান্তের ৩৪২ নম্বর পিলার এলাকায় বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ওই তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে ওই তিন ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছে বিজিবি।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত