সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে দিনাজপুরে বিভিন্ন মহলের শোক

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৬: ২১
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ২১: ৩১
শোক প্রকাশ

দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খান, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন ও সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মরহুমার জীবনের সব গুনাহ মাফ করে তাকে যেন জান্নাতের উচ্চ মোকাম দান করেন, নেতৃবৃন্দ সেই দোয়া করেছেন।

এদিকে দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি মোজহারুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, সেক্রেটারি ড. এনামুল হকসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমাকে যেন জান্নাতবাসী করেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সেই দোয়া করেছেন নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, রোববার (৬ জুলাই) ভোর ৫টা ১৫ মিনিটে রাজধানী মগবাজারে ইনসাফ-বারাকাহ কিডনি হাসপাতালে ইন্তেকাল করেন দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত