
জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ে বুধবার সকাল ৬টার দিকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি এবং সকাল ৯টার দিকে ১২ দশমিক ৬ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ দিন সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।
ফলে সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। জেলার মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও সাদা কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়। দৃশ্যমানতা কয়েক হাত দূরে নেমে আসায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকবে চারপাশ। কোথাও কোথাও দিনের বেলাও কুয়াশা দেখা যেতে পারে। কারণ বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। এর ফলে সূর্যের আলো ভূপৃষ্ঠে ঠিক ভাবে পৌঁছায় না, ফলে রাতে দ্রুত ঠান্ডা পড়ে এবং ভোরে ঘন কুয়াশা সৃষ্টি হয়। এ ধরনের আবহাওয়া সাধারণত শীত ও গ্রীষ্মের সন্ধিক্ষণে দেখা যায়। তবে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে জলবায়ুর পরিবর্তন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বর্তমানে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকে একাধিক মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর ডিসেম্বর জুড়ে পঞ্চগড় ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে তাপমাত্রা নেমে যাওয়ায় শীত জনিত রোগের প্রকোপ বেড়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হতে শুরু করেছে।

পঞ্চগড়ে বুধবার সকাল ৬টার দিকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি এবং সকাল ৯টার দিকে ১২ দশমিক ৬ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ দিন সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।
ফলে সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। জেলার মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও সাদা কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়। দৃশ্যমানতা কয়েক হাত দূরে নেমে আসায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকবে চারপাশ। কোথাও কোথাও দিনের বেলাও কুয়াশা দেখা যেতে পারে। কারণ বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। এর ফলে সূর্যের আলো ভূপৃষ্ঠে ঠিক ভাবে পৌঁছায় না, ফলে রাতে দ্রুত ঠান্ডা পড়ে এবং ভোরে ঘন কুয়াশা সৃষ্টি হয়। এ ধরনের আবহাওয়া সাধারণত শীত ও গ্রীষ্মের সন্ধিক্ষণে দেখা যায়। তবে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে জলবায়ুর পরিবর্তন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বর্তমানে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকে একাধিক মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর ডিসেম্বর জুড়ে পঞ্চগড় ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে তাপমাত্রা নেমে যাওয়ায় শীত জনিত রোগের প্রকোপ বেড়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হতে শুরু করেছে।

আজমল হোসেন চৌধুরী জাবেদ দুর্দিনে হাওর ভাটি দিরাই শাল্লার মানুষের পাশে ছিলেন। সব ধর্মের মানুষের কাছে সমান গ্রহণযোগ্য ব্যক্তি। দলের জন্য নিবেদিত এই নেতাকে বিএনপির মনোনয়ন দিলে হাওরাঞ্চলের মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
২ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুরের মধুমতি ব্রিজে অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বকর ফারুক (২২) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের নয়নীপাড়া গ্রামের বাসিন্দা।
২ ঘণ্টা আগে
মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শিরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান মুরাদ হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমতে শুরু করেছে। বুধবার সকাল ৬টায় তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস । গতকাল তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে ।
২ ঘণ্টা আগে