শীতে কাঁপছে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। গত ৩ দিনে শৈত্য প্রবাহের তীব্র শীত আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুর্ভোগ পোহাচ্ছে জেলার বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া ছিন্নমূল ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বেশি অসুবিধায় পড়েছেন ছোট বাচ্চা ও বয়বৃদ্ধরা। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় ঘর থেকে বের হচ্ছেন না গরীব অসহায় মানুষ।
বেলা বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা আরোও প্রখর হচ্ছে। এতে দিনমজুরসহ খেটে খাওয়া মানুষগুলো কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়ছে।
দিন শেষেও মিলছেনা সূর্যের দেখা। ঘন কুয়াশার কারণে হেডলাইট জালিয়ে ধীরগতিতে চলছে যানবাহন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই।
শুক্রবার সকাল ৬টায় লালমনিরহাটের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

