আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ দিয়েছেন ওসমান হাদি: এম. আবদুল্লাহ

স্টাফ রিপোর্টার, টঙ্গী

অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ দিয়েছেন ওসমান হাদি: এম. আবদুল্লাহ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি এম. আবদুল্লাহ বলেছেন, দেশকে অপসংস্কৃতির হাত থেকে মুক্ত করতে গিয়ে প্রতিবেশী একটি দেশের রোষানলে পড়ে ওসমান হাদীকে জীবন দিতে হয়েছে।

শুক্রবার দুপুরে টঙ্গীর আল-হেলাল স্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ২৪ এর জুলাইতে চৌদ্দশ শহীদের জীবন দান এবং হাজার হাজার ছাত্র জনতার অঙ্গহানি ও রক্তের বিনিময়ে আমরা আজ একটি মুক্ত পরিবেশ পেয়েছি।

তিনি আরো বলেন, গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সাংস্কৃতিক অঙ্গনকে প্রতিবেশী একটি দেশের আদলে সাজানোর অপচেষ্টা হয়েছে। এর ফলে তরুণ প্রজন্ম শিক্ষা বিমুখ হয়ে পড়েছিলো।

তিনি বলেন, যে সংস্কৃতি আমাদের সামাজিক অবক্ষয়কে ত্বরান্বিত করেছে, সেই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাওন আহমেদ জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পশ্চিম থানার আমির আনোয়ার হোসেন ভূঁইয়া, টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক, গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন টঙ্গী পশ্চিম থানার সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক নেয়ামত উল্লাহ, উত্তরা টেকনিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক এস. এম. মাহবুব, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক পাটোয়ারী, সিনিয়র শিক্ষক মাওলানা আল আমিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এম. আবদুল্লাহ বলেন, ১৭ বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যে খাদের কিনারে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে। সর্বশেষ এসএসসি ও এইচএসসি ফলাফলে গত ১৭ বছরের মতো মেনু্যপুলেট করে ৫০ শতাংশকে ৮০ শতাংশ পাস দেখানো হয়নি। এটা খারাপ ফলাফল নয় বরং ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের প্রচেষ্টা চলছে। তিনি বলেন, অটো পাসের পরিবর্তে শিক্ষার্থীদের পড়ার টেবিলে বসানোর মাধ্যমে এই প্রচেষ্টা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে আমরা প্রকৃত ভালো ফলাফল দেখতে পাবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আল-হেলাল স্কুল থেকে ২০২৫ সালে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত এবং বিভিন্ন পর্যায়ে সরকারি, বেসরকারি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীসহ মেডিকেল কলেজে অধ্যয়নরত প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। বিকেলে স্কুলের শিক্ষক ফারজানা আক্তার ও জাহিদুল ইসলামের সঞ্চালনায় স্কুলের শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন