সন্ত্রাসবিরোধী মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৫৪

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউসুফ আলীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি বুধবার নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম।

গ্রেপ্তার ইউসুল আলী নীলফামারী সদর উপজেলার জুম্মাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম আমার দেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ইউসুফ আলীকে চেংমারী ব্রিজ এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরে জেলা কারাগারে তাকে প্রেরণ করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত