উপজেলা চেয়ারম্যানের বন্ধ কার্যালয়ে আগুন

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ২১: ২৫
ছবি সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বন্ধ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৩ জুলাই) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই কার্যালয়ের একটি এসি ও একটি টিভি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

বিজ্ঞাপন

উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে কর্মচারী রানা বাগচী জানান, তিনি প্রতিদিনের মতো উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের পাশে তার কক্ষে বসে দাপ্তরিক কাজকর্ম করেছিলেন। আনুমানিক বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বন্ধ কার্যালয় থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে দেখে ‌‘আগুন আগুন’ বলে চিৎকার করতে থাকি।

এরপর উপজেলা চেয়ারম্যান কার্যালয়ের অফিস সহায়ক তহুরুল ইসলাম রনি ও কার্যালয়ে কর্তব্যরত আনসার ভিডিপি সদস্য মো. মুন্না দ্রুত সেখানে থাকা অগ্নিনির্বাপণ গ্যাস সিলিন্ডার ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই কার্যালয়ে থাকা একটি এসি ও একটি এলইডি টিভি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।

এ বিষয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা হামিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণ হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নেভাতে সক্ষম হন। এ কারণে বড় ধরনের ক্ষতি হয়নি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত