আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রংপুরে সেনা অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

রংপুর অফিস

রংপুরে সেনা অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

রংপুরে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার। বুধবার রাত ১২ টায় রংপুর নগরীর ধাপ এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে আহসান ইউসুফ পাভেল নামের ঐ যুবককে আটক করেছে যৌথবাহিনী।

এ সময় তার বাসা থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ৩ রাউন্ড তাজা গুলি, চাপাতি, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

এসময় ৭২ পদাতিক ডিভিশনের ৩০ বেঙ্গলের অধিনায়ক মোহাম্মদ আবু সাজ্জাদ নোয়াব লেফটেন্যান্ট কর্নেল জানান, নগরীর ধাব এলাকায় বিভিন্ন দিন থেকে আমরা শুনে আসছিলাম চাঁদাবাজির বিষয়। এর আগেও আমরা বিভিন্ন অপারেশন করেছি। তারেই ধারাবাহিকতাই আজকে আমরা সুনির্দিষ্ট তথ্য পাই পাভেল নামের এক যুবকের কাছে অস্ত্র থাকার সম্ভাবনা রয়েছে এরকম একটি ইনফরমেশন পাই আমরা। এরপরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে আটককরি এবং তার বাসা তল্লাশি করে দেশীয় কিছু অস্ত্র পাওয়া যায়। তার সাথে একটি পিস্তল ও ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, এ ধরনের অপারেশন আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখব। রংপুর শহর ও জেলার নিরাপত্তা নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন