দেয়ালে দেয়ালে আ. লীগের পোস্টার, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ২০: ৫০

আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিক পোস্টার সাঁটানো এবং বিস্ফোরক মামলায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৮নং দেলৗতপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ. লীগের সভাপতি সনাতন চন্দ্র রায় কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে উপজেলার পূর্ব হাজীপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, দেলৗতপুর ইউনিয়নের বালুবাড়ি বাজার এলাকায় সনাতন চেয়ারম্যানের নেতৃত্বে গোপনে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার সাঁটানো হয়েছে।

এছাড়াও তিনি গত ৪ আগস্ট পীরগঞ্জ পূর্ব চেরৗাস্তায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় ইউনিয়ন আ. লীগের সভাপতি ও দেলৗতপুর ইউনিয়নের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় কে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত