
জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ার ডাহুক নদীতে অবৈধ পাথর ও বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীরা নদীতে মেশিন ফেলে পালিয়ে যায়।
৯ আগস্ট বিকালে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় ডাহুক নদীতে এই অভিযান পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় ডাহুক নদীতে কয়েকজন অসাধু ব্যক্তি অবৈধ পাথর ও বালি উত্তোলন করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ইউএনও’র উপস্থিতির খবর পেয়ে প্রায় ২০টি ড্রেজিং পাম্প মেশিন নদীতে ফেলে দ্রুত পালিয়ে যায় বালু ও পাথর উত্তোলনকারীরা। পরে অভিযানকালে উদ্ধারকৃত কিছু পাইপ ও যন্ত্রাংশ দ্রুত ধ্বংস করা হয়। এছাড়াও একটি বালুভর্তি ট্রলি জব্দ করে চালকসহ তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।
এদিকে ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মাধ্যমে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সব মেশিন মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযানে পেদিয়াগছ বিজিবি ক্যাম্প ও তেঁতুলিয়া মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও অবৈধভাবে বালু উত্তোলন রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ার ডাহুক নদীতে অবৈধ পাথর ও বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীরা নদীতে মেশিন ফেলে পালিয়ে যায়।
৯ আগস্ট বিকালে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় ডাহুক নদীতে এই অভিযান পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় ডাহুক নদীতে কয়েকজন অসাধু ব্যক্তি অবৈধ পাথর ও বালি উত্তোলন করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ইউএনও’র উপস্থিতির খবর পেয়ে প্রায় ২০টি ড্রেজিং পাম্প মেশিন নদীতে ফেলে দ্রুত পালিয়ে যায় বালু ও পাথর উত্তোলনকারীরা। পরে অভিযানকালে উদ্ধারকৃত কিছু পাইপ ও যন্ত্রাংশ দ্রুত ধ্বংস করা হয়। এছাড়াও একটি বালুভর্তি ট্রলি জব্দ করে চালকসহ তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।
এদিকে ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মাধ্যমে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সব মেশিন মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযানে পেদিয়াগছ বিজিবি ক্যাম্প ও তেঁতুলিয়া মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও অবৈধভাবে বালু উত্তোলন রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
২ মিনিট আগে
বাঁশখালীতে বিয়ের ১৫ দিন না যেতেই স্বামীর হাতে জান্নাতুল ফেরদৌস (২০) নামে এক নববধূ খুন হয়েছে। যৌতুক নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে গলা টিপে ও বালিশ চাপা দিয়ে ওই নববধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ নববধূর স্বজনদের।
১৭ মিনিট আগে
খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
২৪ মিনিট আগে
আমি শিবগঞ্জের মানুষ, আমার নিবন্ধনকৃত দল রয়েছে, আমার নিজস্ব মার্কা রয়েছে, আমি শিবগঞ্জ থেকেই ভোট করব। যদি নাগরিক ঐক্য সরকার গঠন করতে পারে তাহলে বয়স্কদের প্রতিমাসে ১০০০ টাকা বয়স্ক ভাতা প্রদান করা হবে।
৩৪ মিনিট আগে