ভোটকেন্দ্রে ইঞ্জিনিয়ারিং-ভোট ডাকাতি করতে দেয়া হবে না

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১২: ৪৯

জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য, নীলফামারী জেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রশিদ বলেন, ভোটকেন্দ্রে ইঞ্জিনিয়ারিং বা ভোট ডাকাতি করতে দেয়া হবে না। আপনারা ভোটকেন্দ্রগুলোতে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবেন। দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় জীবন দিতে রাজি আছি। তবু আর কারো রক্তচক্ষু দেখাতে দেয়া হবে না। তিনি কিশোরগঞ্জ জামায়াত অফিসে নির্বাচনি দায়িত্বশীলদের সাথে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিমকে বিজয়ী করার লক্ষ্যে শুক্রবার বিকালে কিশোরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় অফিসে নির্বাচনি দায়িত্বশীলদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রশিদ বলেন, আগামীর বাংলাদেশ হবে মানবিক। মানুষের দুঃখ দুর্দশায় পাশে থাকতে হবে। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। আপনারা ভোটকেন্দ্রগুলোতে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবেন। দেশে কাউকে আর ভোটকেন্দ্রে ইঞ্জিনিয়ারিং বা ভোট ডাকাতির সুযোগ দেয়া হবে না।

কিশোরগঞ্জ উপজেলা আমির আব্দুর রশিদ শাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল কাদিম ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলা শাখার সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত