পঞ্চগড়ে ছাত্রদলকর্মী জয় হত্যার মূল আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৮: ৪৬

পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জাভেদ ওমর জয় হত্যার মূল আসামি আল আমিন ও তার ভাই আলীম হোসেন ওরফে আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ আগস্ট রাতে চট্টগ্রামের গোয়ালপাড়া এলাকা থেকে পলাতক দুই ভাইকে পুলিশের একটি দল গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছুরিকাঘাতে জয়কে হত্যার কথা স্বীকার করেছে তারা।

বিজ্ঞাপন

শনিবার রাতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামানের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন। পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি তার কার্যালয়ে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

৬ আগস্ট ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে পঞ্চগড়ের সিনেমা হল মার্কেটে জাভেদ ওমর জয়কে ছুরিকাঘাত করে আল আমিন পালিয়ে যায়। তারপর থেকে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আল আমিনকে খুঁজতে শুরু করে। ১৫ আগস্ট রাত পৌনে দশটার দিকে চট্টগ্রামের গোয়ালপাড়া এলাকার একটি বাড়ি থেকে থেকে আল আমিন ও তার ভাইকে গ্রেপ্তার করে পুলিশ । এই ঘটনায় আলা আমিন ও তার সহযোগী ছয়জনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় হত্যা মামলা দায়ের করে পুলিশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত