রংপুরে আওয়ামী আইনজীবী পরিষদের সম্পাদক কারাগারে

রংপুর অফিস
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ২১: ২৫
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০০: ৩৯

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী আব্দুল হক প্রামানিককে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার জামিন নিতে গেলে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান খান জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

অ্যাডভোকেট মো. আব্দুল হক প্রামানিক তিনটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন। গতকাল রংপুর জজ কোর্টে আত্মসমর্পণ করতে আসলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।

রংপুর মহানগর জজ আদালতের পিপি আব্দুল হাদী বেলাল জানান, আব্দুল হাই প্রামাণিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা মামলার ২০ নম্বর, স্বর্ণ শিল্পী ব্যবসায়ী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলার ১২ নম্বর এবং শাহ আলম হত্যাচেষ্টা মামলার ১১ নম্বর এবং মমদেল হত্যাচেষ্টা মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি।

হাইকোর্টের নির্দেশে তিনি মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে শাহ আলম হত্যাচেষ্টা মামলায় জামিন মঞ্জুর এবং বাকি দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন বিচারক। আব্দুল হাই প্রামাণিক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এবং রংপুরের বারের দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জানান, তার বিরুদ্ধে অভিযোগ আমরা আদালতকে জানিয়েছি। আশা করি ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত