পলাশবাড়ীতে আ.লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২২: ২২

গাইবান্ধার পলাশবাড়ীতে চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে উপজেলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ভোটবাবুকে (৫৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার সন্ধ্যায় পুলিশি অভিযানকালে পৌরশহরের টিনপট্টিতে ইসলামী ব্যাংক পলাশবাড়ী শাখার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাঙ্গীর আলম ভোটবাবু পূর্বে দায়েরকৃত একটি মামলার সংযুক্ত আসামি।

তিনি আরো জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘ডেভিল হান্ট’ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। ভোট বাবু পৌরশহরের উদয়সাগর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত