কয়েক মিনিটের ঝড়ে তছনছ পাঁচ শতাধিক ঘরবাড়ি, আহত ৩০

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৩: ০৫
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৩: ১৬

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ৩টি গ্রামে মাত্র কয়েক মিনিটের ঝড়ে তছনছ হয়ে গেছে পাঁচ শতাধিক ঘরবাড়ি। আহত হয়েছে অন্তত ৩০ জন। রোববার সকাল ৮টায় ভারী বৃষ্টির সময় হাজার হাজার গাছপালা ভেঙে গেছে। অসংখ্য গাছ পাকা রাস্তার উপর পড়ে থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা দুর্গত এলাকায় ঢুকতে পারছেন না।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন লিডার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তার উপর পরে থাকা গাছ অপসারণ করা যাচ্ছে না।

বিজ্ঞাপন

গাড়াগ্রাম মাঝাপাড়া গ্রামের মালেক উদ্দিনের ছেলে রাজমিস্ত্রি দুলুমিয়া (৩৪) জানান, গাড়াগ্রাম ইউনিয়নের পুর্ব দলিরাম গ্রামের হাজীপাড়া ও উত্তরপাড়া, পশ্চিম দলিরাম গ্রামের বানিয়াপাড়া ও পোদ্দার পাড়া ও গাড়াগ্রাম গ্রামের কালিথান পাড়ার প্রায় পাঁ শতাধিক বাড়িঘড় বিধ্বস্ত। বাড়িঘড়ের টিনের চাল উড়ে গেছে।

গাড়াগ্রাম গ্রামের ইউপি চেয়ারম্যান মো. জোনাব আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, উদ্ধার তৎপরতা চলছে। আহত কয়েকজন হলেন, ডিসির মোড়ের আলতাবের ছেলে তাইফুল (৩০), একই এলাকার আব্দুলের ছেলে তাসিন (২৫), হাছানের ছেলে রয়েল (৩০), মফছারের মেয়ে (গুলছান (৪০) ও আব্দুল মান্নানের ছেলে আতিক (২২)। তারা কিশোরগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছেন। বাকি ২৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অনেক গবাদী পশু আহত হয়েছে। পশুগুলোর প্রাথমিক চিকিৎসার জন্য কিশোরগঞ্জ প্রাণি সম্পদ দপ্তরের একটি টিম কাজ করছে।

কিশোরগঞ্জ থানার এস আই মো. মহসিন বলেন, রাস্তার উপর গাছপালা পড়ে থাকার কারণে আমরা গাড়াগ্রাম ডিসির মোড় পার হয়ে ভিতরে ঢুকতে পারছি না।

ইউপি মেম্বার মোফাজ্জল বলেন, আমার ওয়ার্ডেই প্রায় ২ শতাধিক ঘর বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, খবর পেয়ে সেখানে মেডিকেল টিম, প্রাণিসম্পদ বিভাগের টিম, কৃষি বিভাগের টিম, উদ্ধারে ফায়ার সার্ভিস টিম পাঠানো হয়েছে। একজন গুরুত্বও আহতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেক প্রাণির ক্ষতি হয়েছে। উদ্ধার কাজসহ ক্ষতি নিরুপণে কাজ করা হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত