আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সৈয়দপুরে বাসের ধাক্কায় দুই ইটভাটা শ্রমিক নিহত

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

সৈয়দপুরে বাসের ধাক্কায় দুই ইটভাটা শ্রমিক নিহত

নীলফামারীর সৈয়দপুরে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকাল সাতটায় রংপুর-সৈয়দপুর মহাসড়কে কামারপুকুর বাজার সংলগ্ন পতিরাম ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, কামারপুকুর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের বুদারুলের ছেলে মাসুদ রানা (২৮) ও কুজিপুকুর গ্রামের মৃত. আব্দুল গফুরের ছেলে নুর ইসলাম (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই ইটভাটা শ্রমিক মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে বাসের চাকায় আটকে যায় মোটরসাইকেল। ঘটনাস্থলেই দুজন মারা যান।

তারাগঞ্জ হাইওয়ে থানার এসআই মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি তারাগঞ্জ হাইওয়ে থানায় নেয়া হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় সড়ক আইনে সৈয়দপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন