তীব্র প্রতিবাদ, সিসি ক্যামেরা খুলে নিলো বিএসএফ

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ৩৯

তীব্র প্রতিবাদের মুখে ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় স্থাপিত সিসি ক্যামেরাটি খুলে নিয়েছে বিএসএফ। গতকাল বিজিবি ও বিএসএফের মধ‍্যে পতাকা বৈঠকের পর রাত সাড়ে ১১টায় ক্যামেরাটি খুলে নেয় তারা।

বিজ্ঞাপন

ক্যামেরা খুলে নিয়ে যাওয়ার বিষয়টি এক খুদেবার্তায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান।

এর আগে ৯ ফেব্রুয়ারি দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তের ঝাকুয়াটারি জোড়া মসজিদের সামনে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮/৯-এস-এর কাছে শূন্যরেখায় ভারতের অভ্যন্তরে ১৬২-বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা একটি ইউক্যালিপটাস গাছে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করে।

ক্যামেরাটি স্থাপনের পর থেকেই বিজিবি জোরালো প্রতিবাদ করে আসছিল। ১০ ফেব্রুয়ারি এটি নিয়ে স্থানীয় বিজিবি-বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও সুরাহা হয়নি।

১১ ফেব্রুয়ারি সকাল ১১টায় ওই সীমান্তের নোম‍্যান্স ল‍্যান্ডের আলমগীর হোসেনের বাড়ির উঠানে বিজিবি-বিএসএফের মধ‍্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি কড়া প্রতিবাদ জানালে বিএসএফ ক্যামেরাটি অপসারণে রাজি হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২-বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান।

বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কমান্ডার শ্রী অনিল কুমার মনোজ। সিদ্ধান্ত মোতাবেক ওই দিন রাতেই ক‍্যামেরাটি খুলে নেয়া হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত