ঐক্যের কোনো বিকল্প নেই, ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৩০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সকল ভেদাভেদ ভুলে একসাথে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখবেন ঐক্যের কোনো বিকল্প নাই। সকল ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করতে হবে।

ডা. জাহিদ হোসেন বলেন, ষড়যন্ত্রকারীরা সব সময় ষড়যন্ত্র করতেই থাকবে। তাই জনগণকে সাথে নিয়েই সেসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

বিজ্ঞাপন

সোমবার নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নবাবগঞ্জ উপজেলা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় যৌথকর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমান গোর্কি, দিনাজপুর জেলা যুবদলের আহবায়ক মাসুদুল ইসলাম মাসুদ, সদস্য সচিব রেজা, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মুক্তাদির হোসেন বকুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলা, কৃষক দলের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখ।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সভাটি পরিচালনা করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত