সৈয়দপুরে প্রাণিসম্পদ গবেষণার আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০১
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ১৬

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এর আগে তিনি আঞ্চলিক কেন্দ্রের পোল্ট্রি ও মৎস্য গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন। পরে একটি কর্মশালায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন তিনি।

বিজ্ঞাপন

পরিদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক প্রমুখ।

উল্লেখ্য, আজ বিকালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধ মৎস্য অভয়াশ্রম পরিদর্শন করবেন। এসময় তিনি জেলা ও উপজেলা মৎস্য এবং প্রাণিসম্পদ কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী ও স্থানীয় খামারিদের সাথে মতবিনিময় করবেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত