লালমনিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ২০: ১৩

এসএসসি, ভোকেশনাল, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে লালমনিরহাট জেলা পরিষদ। শনিবার বিকেলে জেলার চার্চ অফ গড উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি। তিনি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।

বিজ্ঞাপন

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরোজ হোসেন এবং জেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমান।

অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা ৫ জন শিক্ষার্থী নিজেদের অনুভূতি প্রকাশ করে। জেলায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত আফরিন বসুনিয়া মিতুকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন বিভাগীয় কমিশনার।

এবারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৭৫০ জন শিক্ষার্থীকে সম্মান জানানো হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত