আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে: খাদ্য উপদেষ্টা

দিনাজপুর প্রতিনিধি

চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে: খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন যে, বাজার স্থিতিশীল রাখার জন্য বিদেশ থেকে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

যেসব প্রতিষ্ঠান চাল আমদানির জন্য আবেদন করেছিল, সেগুলো বাছাই করে অনুমতি দেয়া হয়েছে। ভবিষ্যতে আরও কেউ যদি চাল আমদানি করতে চায়, তাহলে তারাও আবেদন করতে পারবে। ইতিমধ্যে আমদানি করা চাল দেশে এসে পৌঁছেছে।

বিজ্ঞাপন

বুধবার (২০ আগস্ট, ২০২৫) দুপুরে দিনাজপুরের সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, বাজারকে স্থিতিশীল রাখতে সরকার তিনটি পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ১৫ আগস্টের পর থেকে বাজার থেকে ধান-চাল কেনা বন্ধ করা হয়েছে, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু হয়েছে এবং চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে বাজারের ওপর চাপ কমবে।

আরেক প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, চাল শুধু মানুষই খায় না, গরু-ছাগল-হাঁস-মুরগিও খায়। চাল বহুবিধ কাজে ব্যবহৃত হয়। তাই যদি চালের চাহিদা না থাকতো, তাহলে আমরা আমদানির অনুমতি দিতাম না। যারা চাল আমদানি করছেন, তারা মুনাফা করতে পারবেন বলেই আমদানি করছেন।

এর আগে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার চলমান খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে একটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবীর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...