নীলফামারীর সৈয়দপুরে গাছে ঝুলন্ত অবস্থায় ইয়াসিন আলী (১৯) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টা স্থানীয় ডালিয়া ক্যানেলের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইয়াসিন আলী উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর পাঠানপাড়া এলাকার মিনারুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, উল্লেখিত স্থানে একটি আকাশমণি গাছের ডালে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইয়াসিনের লাশ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানান, লাশের সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

