আসন্ন ত্রয়োদর সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা আমির ইউসুফ হোসাইন, সেক্রেটারি আব্দুল গফুর, সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক এনামুল হকসহ দুই উপজেলার নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মনোনয়নপত্র সংগ্রহকালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ বলেন, “আমি সাঘাটা-ফুলছড়ি এলাকার মানুষের ন্যায্য অধিকার, সুশাসন ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশ গ্রহণ করতে আগ্রহী। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে সংসদে তাদের কণ্ঠস্বর তুলে ধরতে চাই।”
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠাই তার মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের সুযোগ পাবে। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

