লালমনিরহাটের সদর, আদিতমারী ও পাটগ্রাম উপজেলায় বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ (পিসব) এর উদ্যোগে হিফজ শিক্ষার্থীদের মাঝে গিজার (পানি গরম করার যন্ত্র) ও রুম হিটার বিতরণ করা হয়েছে। এ ছাড়াও আরো ৬ জেলায় এসব সামগ্রী বিতরণ করা হয়। এরমধ্যে রয়েছে কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা ও মানিকগঞ্জ জেলা।
জানা গেছে, শীত মৌসুমে মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থীদের বেশিরভাগই দরিদ্র ও এতিম পরিবারের সন্তান। এসব শিক্ষার্থীদের মধ্যে অনেকেরই পর্যাপ্ত শীতবস্ত্র নেই। কারো কারো নেই পাতলা কম্বল, শীত নিবারণের কোনো পোশাক। বিশেষ করে ফজরের অনেক আগেই ঘুম থেকে উঠে কোরআন পড়তে হয়। এই সময় ঠাণ্ডা পানি দিয়ে অজু করা ও ঠাণ্ডা কক্ষে দীর্ঘ সময় বসে থাকা তাদের স্বাস্থ্য ও মনোযোগের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ফলে এসব শিক্ষার্থীরা এলেই অনেকটা কষ্টে পড়াশোনা করে। তাদের মাঝে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ (পিসব) এর উদ্যোগে শীত উপশমে গিজার ও রুম হিটার বিতরণ করা হয়।
পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ (পিসব) এর প্রকল্প পরিচালক ও সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হোসাইন হাবিবী বলেন, হিফজ শিক্ষার্থীরা কোরআনের খাদেম। শীতের কারণে যেন তাদের ইলম শিক্ষা ব্যাহত না হয় সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, গিজার ও রুম হিটারের মাধ্যমে শিক্ষার্থীরা এখন স্বস্তিতে ইবাদত ও পড়াশোনা করতে পারছে।
মাওলানা ইমরান হোসাইন হাবিবী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানান, শীতকালীন এই উদ্যোগের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা খাতে ভবিষ্যতেও কার্যক্রম আরো বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

