অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন উপজেলা থেকে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
বৃহস্পতিবার রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত বিভাগের আট জেলার বিভিন্ন উপজেলায় চিরুনি অভিযান পরিচালিত হয়। অভিযানে রংপুরে ১, কুড়িগ্রামে ১০, লালমনিরহাটে ১১, নীলফামারীতে ৭, গাইবান্ধায় ১২, দিনাজপুরে ১৫, ঠাকুরগাঁওয়ে ৭ এবং পঞ্চগড় থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
ডিআইজি জানান, গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, হত্যা চেষ্টা, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা বিভিন্ন মামলার আসামি। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

